১.৭ গ্রাহাম এর সূত্র : গ্যাস এর ব্যাপন ও অনু ব্যাপন
সকল পাত্রের তাপমাত্রা 25∘C 25^{\circ} \mathrm{C} 25∘C ।
লুকাস বিকারক কী?
প্রাইমারী ও সেকেন্ডারী স্ট্যান্ডার্ড পদার্থ বলতে কী বুঝ ?
যদি ককটি খুলে দেয়া হয় তবে গ্যাস মিশ্রণের মোট চাপ কত হবে? গণনা করো।
গ্যাস B এবং গ্যাস C এর মধ্যে কোনটির ব্যাপন হার বেশি— গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
একই তাপমাত্রা ও চাপে একটি সরু ছিদ্র দিয়ে সমআয়তনের অক্সিজেন ও একটি অজ্ঞাত গ্যাসের নিঃসরণের জন্য যথাক্রমে 56 সেকেন্ড ও ৪০ সেকেন্ড সময় লাগে।
উদ্দীপকের আলোকে বলা যায়-
i. অক্সিজেন গ্যাসের ব্যাপন হার বেশি
ii. অক্সিজেন গ্যাসের বাষ্প ঘনত্ব বেশি
iii. তাপমাত্রা ও চাপ পরিবর্তন করলে ব্যাপন হার পরিবর্তিত হবে
নিচের কোনটি সঠিক?