কুকুরের লালার প্রতিবর্তী ক্রিয়ার (Reflexes) উপর Pavlov বর্ণনা ও মৌমাছির সমাাজিক সংগঠন।
শিমুল দেখল কর্মী মৌমাছিগুলো কিছু তরুণ মৌমাছিকে খাওয়াচ্ছে। মৌমাছির এ আচরণ অবশ্যই কোন একটি উদ্দীপনার প্রতি সাড়াদানকে প্রমাণিত করে।
উদ্দীপকে উল্লিখিত উদ্দীপনার কারণ কী?
উদ্দীপনা হচ্ছে এক প্রকার সংকেত যা বাণী বহন করে, যাকে শনাক্ত করা যায়। প্রাণীতে আচরণগত পরিবর্তনে এ
ধরনের সংকেত সংবেদন সৃষ্টি করে তাই একে সাংকেতিক উদ্দীপনা (sign stimulus) বলে । Konrad Lorenz একে
নাম দেন Key stimulus । উদ্দীপনা বাহ্যিক অথবা অভ্যন্তরীণ দুটোই হতে পারে। যেমন, মুঠোফোনটি বেজে উঠলে
আমরা শব্দ অথবা কম্পন (vibration) এর মাধ্যমে তা জানতে পারি- এটি বহিঃ উদ্দীপনা । অন্যদিকে, ক্ষিদে পেলে
আমাদের দেহে অন্য এক প্রকার উদ্দীপনার সৃষ্টি হয় যা আমাদের খাদ্য গ্রহণে প্ররোচিত করে। এটি হচ্ছে অভ্যন্তরীণ
উদ্দীপনা । বাহ্যিক উদ্দীপনা আলো, তাপ, গন্ধ, শব্দ ইত্যাদি । একটি বিষয় মনে রাখতে হবে যে সকল প্রাণী একই
ধরনের উদ্দীপনা গ্রহণ করে এমন নয়। যেমন, মানুষের ক্ষেত্রে দর্শন, শ্রবণ, স্বাদ, গন্ধ ও স্পর্শ—এই পাঁচ প্রকার উদ্দীপনা
সক্রিয় থাকে । অন্য প্রাণীর ক্ষেত্রে এসব উদ্দীপনা সক্রিয় নাও হতে পারে ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
মৌমাছির বৈজ্ঞানিক নাম কি?
রাফিয়ার মা নেকটার, পানি ও রেণু ইত্যাদি দ্বারা তৈরি এক ধরনের প্রাকৃতিক মিষ্টিজাতীয় বস্তুর সাথে ডিম ও পাউরুটিসহকারে সকাল বেলা নাস্তা তৈরি করেন।
বাংলাদেশে প্রাপ্ত মৌমাছির প্রজাতি হলো-
Apis indica
Apis dorsata
Apis mellifera
নিচের কোনটি সঠিক?
রিনা শীতকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাছের ঝিলে পরিযায়ী পাখি দেখতে পেল এবং মিনা একদিন গাছের ডালে মৌ চাকের ভিতর মৌমাছি দেখতে পেল।