শিক্ষা ও মনুষ্যত্ব
শিক্ষার আসল কাজ কী?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
যে লোক ধনী, তাহার ঘরের চেয়ে বাগান বড় হইয়া থাকে । ঘর অত্যাবশ্যক; বাগান অতিরিক্ত, না হইলেও চলে। সম্পদের উদারতা অনাবশ্যককেই আপনাকে সপ্রমাণ করে। ছাগলের যতটুকু শিং আছে তাহাতে কাজ চলিয়া যায়, কিন্তু হরিণের শিঙের পনের আনা অনাবশ্যকতা দেখিয়া আমরা মুগ্ধ হইয়া থাকি ।
উক্ত সাদৃশ্যের কারণ—
i. শিক্ষার অপ্রয়োজনীয় দিকই শ্রেষ্ঠ দিক
ii. অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড়
iii. শিক্ষার আসল কাজ মূল্যবোধ সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
শেফা ও রাফা দুজনই হাসপাতালের সেবিকা। শেফা ছোটোবেলার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তার অর্জিত বেতনের টাকা দিয়ে প্রতিবন্ধী শিশুদের জন্য একটি চিকিৎসা সেবাকেন্দ্র স্থাপন করেন। আর রাফা অনেক বড়োলোক হওয়ার স্বপ্ন দেখে এবং হাসপাতালের রোগীদের জন্য বরাদ্দকৃত চিকিৎসার ঔষধ বাইরে বিক্রি করে অর্থ আয় করে।
সামাদ চৌধুরী উচ্চশিক্ষিত প্রকৌশলী হয়েও দুর্নীতির আশ্রয় নিয়ে অল্পদিনেই প্রচুর বিত্ত-বৈভবের মালিক হয়েছেন। লোভের ফলে তার আত্মিক মৃত্যু ঘটেছে, তাই অনুভূতির জগতে ফতুর। ঘুস নেওয়া অন্যায় জেনেও পাপ কাজ করতে দ্বিধাবোধ করে না। চাই, চাই, আরও চাই-এই লোভ তাকে গ্রাস করেছে । তার কাছে জগতে টাকাই সব ।
স্কুল-কলেজের শিক্ষা যে অনেকাংশে ব্যর্থ, শুধু তাই নয়, অনেক স্থলে কী?