১.৩- ল্যাবরেটরি, যন্ত্রপাতি ও গ্লাস সামগ্রী পরিষ্কার কৌশল, নিক্তি ও ব্যলেন্স
ল্যাবেরেটরির নিরাপত্তা সামগ্রী কোনটি?
ফিউম হুড (Fume hoods ) : কেমিস্ট্রি ল্যাবরেটরিতে পরীক্ষা- নিরীক্ষা করার সময় বিষাক্ত, ক্ষতিকর ও দুর্গন্ধ যুক্ত গ্যাস বা, ধোঁয়া (fume) উৎপন্ন হয়। এরূপ পরীক্ষাগুলো ফিউম হুডের মধ্যে সম্পন্ন করা হয়। ফিউম হুডের সামনের দিকে কাচের স্লাইডিং দরজা থাকে, যাকে প্রয়োজনমতো ওপরে ওঠানো ও ওপর থেকে নিচে নামানো যায় । ফিউম হুডের ওপরিভাগে থাকে একটা বায়ু নল। বায়ু নলের সম্মুখ ভাগে থাকে একটি শক্তিশালী পাখা। এ পাখার সাহায্যেই উৎপন্ন সব ভারী ও হালকা গ্যাসকে ল্যাবরেটরি থেকে বাইরে অপসারণ করে দেয়া হয় । ফিউম হুডের বৈদ্যুতিক সুইস অন করে একে সক্রিয় করা হয় । ফলে উৎপন্ন সব ধরনের বিষাক্ত গ্যাস, ধোঁয়া ও অস্বাস্থ্যকর বায়ু ল্যাবরেটরি থেকে অপসারিত হয় । অতি গাঢ় ও দ্রবণকে লঘু করার ক্ষেত্রে ফিউম হুড ব্যবহার করাই শ্রেয়। লিকার অ্যামোনিয়াকে লঘু করার ক্ষেত্রেও ফিউম হুড ব্যবহার করা উচিত। ফিউম হুডের কাজ শেষ হলে বৈদ্যুতিক সুইচ বন্ধ করার পর সামনের গ্লাস টেনে নিচে নামিয়ে প্রবেশপথ বন্ধ করে দিতে হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই