১.১ - পোশাক,নিরাপদ গ্লাস,মাস্ক ও হ্যান্ড গ্লাভস
ল্যাবরেটরী তে ব্যবহৃত অ্যাপ্রন এর ক্ষেত্রে প্রযোজ্য -
অ্যাপ্রন সুতি কাপড়ের তৈরি
শরীরের বেশিরভাগ অংশ ঢেকে রাখে
শিক্ষার্থী ল্যাবরেটরিতে কাজ করার মানসিক শক্তি লাভ করে
নিচের কোনটি সঠিক?
অ্যাপ্রন (apron) : প্রত্যেক শিক্ষার্থী রসায়ন পরীক্ষাগারে ঢোকার আগে সাদা অ্যাপ্রন বা ল্যাব কোট পরে নিতে হবে। এতে রাসায়নিক দ্রব্য থেকে কলেজ ড্রেস সুরক্ষা ও তৃতীয়ত রাসায়নিক দ্রব্যের স্পর্শ থেকে শরীরের ত্বক রক্ষা পায় । অ্যাপ্রন বা ল্যাব কোট সাদা সূতি কাপড় দিয়ে তৈরি করা হয় । সূতি কাপড়ের অ্যাপ্রন আরামদায়ক হয় । সাদা সূতি কাপড় শরীরের তাপশক্তি বিকিরণে সহায়ক হয়। অ্যাপ্রন বা ল্যাব কোটটি বেশি ঢিলেঢালা হওয়া বাঞ্ছনীয় নয়। কেমিস্ট্রি ল্যাব কোট হবে হাফ-হাতা অথবা, ত্রি-কোয়াটার (3/4) হাতা, যেন অ্যাপ্রনের বা ল্যাব কোটের হাতায় কোনো রাসায়নিক পদার্থ সহজে লেগে না যায়; কিংবা ল্যাব কোটের কোনো অংশ যেন সহজে বুনসেন বার্নারের শিখার সংস্পর্শে না আসতে পারে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই