১.৩- ল্যাবরেটরি, যন্ত্রপাতি ও গ্লাস সামগ্রী পরিষ্কার কৌশল, নিক্তি ও ব্যলেন্স
সর্বোত্তম পরিষ্কারক হিসাবে ল্যাবরেটরিতে কোনটি ব্যবহার হয়?
রাসায়নিক ল্যাবের গ্লাসসামগ্রীকে পরিষ্কার করার জন্য সর্বোত্তম পরিষ্কারকরূপে ব্যবহৃত হয় 'ক্রোমিক এসিড মিশ্রণ'। গ্লাসসামগ্রীর গায়ে বিশেষত ব্যুরেটে লেগে থাকা গ্রিজ বা তৈল জাতীয় পদার্থ দূরীকরণে ব্যবহৃত হয় ক্রোমিক এসিড মিশ্রণ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
ল্যাবরেটরিতে রাসায়নিক দ্রব্য সংরক্ষণের ক্ষেত্রে-
তীব্র জারক ও বিজারক পদার্থকে এক সাথে রাখা যাবে না
রিএজেন্ট বোতলগুলোকে MSDS পদ্ধতিতে সংরক্ষণ করা উচিত
রাসায়নিক দ্রব্যকে প্লাস্টিকের বোতলে রাখা উচিত নয়
নিচের কোনটি সঠিক?
নিচের উক্তিগুলো ভালোমতো পড়ঃ
আয়তনমিতিক ফ্লাস্কের সাহায্যে প্রমাণ দ্রবণ প্রস্তুত করা যায়
পিপেট পরিষ্কার করতে ক্রোমিক এসিড ব্যবহার করা হয়
টাইট্রেশন করতে গোলতলি ফ্লাস্ক ব্যবহার করা হয়
নিচের কোনটি সঠিক?
কোনটি প্রাথমিক প্রমাণ পদার্থের বৈশিষ্ট্য নয়?
রাসায়নিক উপাদান ব্যবহারের পূর্বে লক্ষ্য রাখা উচিত -
উপাদানের মেয়াদ কত
দূর্ঘটনা মোকাবিলা করার মত প্রয়োজনীয় সুরক্ষা আছে কিনা
উৎকৃষ্ট মানের উপাদান নেওয়া হচ্ছে কিনা
নিচের কোনটি সঠিক?