৪.১২ লেড স্টোরেজ ও লিথিয়াম ব্যাটারি
লেড সঞ্চয়ী ব্যাটারির অভ্যন্তরীণ রোধ কত ওহম?
লেড-এসিড স্টোরেজ ব্যাটারি (Lead- Acid Storage Battery ):
এ শ্রেণিভুক্ত লেড-এসিড কার ব্যাটারিতে ছয়টি কোষ সমান্তরাল সংযোগে যুক্ত থাকে। প্রতিটি কোষ থেকে প্রায় 2.0V হিসেবে মোট প্রায় 12V বিদ্যুৎ কার ব্যাটারিতে উৎপন্ন হয়। একটি নতুন এবং সম্পূর্ণ চার্জ করা লেড সঞ্চয়ী ব্যাটারির অভ্যন্তরীণ রোধ 0.01 ওহম থেকে 0.1 ওহমের মধ্যে থাকে।
ব্যাটারি যত বেশি ব্যবহার করা হয় এবং যত বেশি বয়স হয়, অভ্যন্তরীণ রোধ তত বৃদ্ধি পায়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই