মানব সংবেদী অঙ্গঃ চোখ
রোডোপসিন উপস্থিত থাকে কোন কোষে?
রডকোষ ও কোণকোষের মধ্যে পার্থক্য
পার্থক্যের বিষয় | রডকোষ | কোণকোষ |
|---|---|---|
১. আকার-আকৃতি | লম্বা ও সরু; ২ মাইক্রোমিটার পুরু এবং ৫০ মাইক্রোমিটার লম্বা। | খাটো ও প্রশস্ত; ৩-৫ মাইক্রোমিটার পুরু ও ৪০ মাইক্রোমিটার লম্বা। |
২. গঠন | বাইরের খণ্ড রড আকৃতির এবং রডোপসিন নামক রঞ্জক পদার্থসমৃদ্ধ। | বাইরের খন্ড কোণ আকৃতির এবং আয়োডপসিন নামক রঞ্জক পদার্থসমৃদ্ধ। |
৩. সংখ্যা | প্রতি চোখে ১২ কোটি থেকে ১২ কোটি ৫০ লক্ষ। | প্রতি চোখে ৬০ থেকে ৭০ লক্ষ। |
৪.সংবেদনশীলতা | আলোর প্রতি অধিক সংবেদনশীল, তাই রাতের দর্শনে ব্যবহৃত হয়। | আলোর প্রতি কম সংবেদনশীল, তাই দিনের দর্শনে ব্যবহৃত হয়। |
৫. প্রতিবিম্ব | বস্তুর সাদাকালো প্রতিবিম্ব তৈরি করে। | বস্তুর রঙিন প্রতিবিম্ব তৈরি করে। |
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই