ব্রায়োফাইটা এবং Riccia এর আবাস, গঠন ও শণাক্তকারী বৈশিষ্ট্য
রেহেনা তাদের বাড়ির দেয়াল থেকে এক ধরনের সবুজ ক্ষুদ্র উদ্ভিদ সংগ্রহ করল। উদ্ভিদটি শিক্ষককে দেখালে তিনি বললেন এটি একপ্রকার থ্যালয়েড অপুষ্পক উদ্ভিদ।
উদ্দীপকের উদ্ভিদটির বৈশিষ্ট্য হলো—
এটি হ্যাপ্লয়েড
সুস্পষ্ট জনুঃক্রম বিদ্যমান
জননাঙ্গ বহুকোষী
নিচের কোনটি সঠিক?
ব্রায়োফাইটার বৈশিষ্ট্য (Characteristics of Bryophyta)
১। এরা বহুকোষী উদ্ভিদ। এরা অপুষ্পক ও অবীজী অর্থাৎ এদের ফুল, ফল ও বীজ হয় না।
২। এদের দেহ গ্যামিটোফাইট (gametophyte) তথা হ্যাপ্লয়েড। গ্যামিটোফাইট সর্বদাই স্বতন্ত্র ও স্বভোজী উদ্ভিদ
৩। দেহ থ্যালয়েড অর্থাৎ দেহকে সত্যিকার মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না, তবে মস জাতীয় উদ্ভিদকে 'নরম কাণ্ড ও পাতার’ মতো অংশে চিহ্নিত করা যায় ।
৪। এদের মূল নেই, তবে মূলের পরিবর্তে এককোষী রাইজয়েড (rhizoid) এবং কোনো কোনো প্রজাতিতে বহুকোষী স্কেল (scale) থাকে।
৫) এদের দেহে কোনো ভাস্কুলার টিস্যু নেই। দেহ প্যারেনকাইমা টিস্যু দিয়ে গঠিত।
৬। এদের জননাঙ্গ বহুকোষী এবং বন্ধ্যাকোষাবরণ দিয়ে আবৃত।
৭। স্ত্রীজননাঙ্গকে আর্কিগোনিয়াম এবং পুংজননাঙ্গকে অ্যান্থেরিডিয়াম বলে। আর্কিগোনিয়ামের আকৃতি ফ্লাস্কের মতো এবং অ্যান্থেরিডিয়ামের আকৃতি গোলাকার, নাশপতির মতো, বেলনাকার বা গদাকার হয়ে থাকে।
(৮) যৌন জনন উগ্যামাস প্রকৃতির অর্থাৎ বড় নিশ্চল স্ত্রী গ্যামিটের (ডিম্বাণু) সাথে ক্ষুদ্র ও সচল পুং গ্যামিটের (শুক্রাণু) মিলন ঘটে।
(৯) শুক্রাণু দ্বিফ্ল্যাজেলা বিশিষ্ট।
১০। নিষেকের জন্য জলীয় মাধ্যমের প্রয়োজন হয়।
১১ । এদের ভ্রূণ বহুকোষী, ভ্রূণ স্ত্রী জননাঙ্গের অভ্যন্তরে থাকে।
১২। স্পোরোফাইট গ্যামিটোফাইটের উপর পূর্ণ বা আংশিক নির্ভরশীল এবং সর্বদাই গ্যামিটোফাইটের সাথে সংযুক্ত
থাকে। উৎপন্ন স্পোর একই আকার আকৃতি বিশিষ্ট অর্থাৎ হোমোস্পোরাস (homosporus)
১৩। জীবনচক্রে গ্যামিটোফাইট প্রধান এবং স্পোরোফাইট গৌণ।
১৪। স্পোর অঙ্কুরিত হয়ে সরাসরি থ্যালাস গঠন বা প্রে টোনেমা উৎপন্ন করে।
১৫।সুস্পষ্ট, অসম আকৃতির জনুক্রম দেখা যায়।
১৬। এদের যৌন জননাঙ্গ জটিল এবং বহুকোষী।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
থ্যালাসের নিম্নাংশের বর্ণহীন অঞ্চলকে কি বলে?
রওনক একাদশ শ্রেনীর ছাত্র। সে একদিন তার বাড়ির পাশের পাটক্ষেতের জমিতে চক্রাকার সবুজ দ্যাগ্র শাখান্বিত এক ধরণের থ্যালয়েড উদ্ভিদ জন্মাতে দেখতে পেল।
রওনকের সংগৃহীত নমুনাটি কোন শ্রেণির উদ্ভিদ?
ব্রায়োফাইটের স্ত্রী জননাঙ্গের নাম কী?
ব্রায়োফাইটা জন্মায় -
ছায়াময় ভেজা আর্দ্র মাটিতে
পুরাতন প্রাচীরে
প্রাচীন গাছের বাকলে
নিচের কোনটি সঠিক?