লালসালু
রাশেদা পরপর তিনটি কন্যা সন্তান জন্ম দেয়। তার স্বামী কামাল মিয়া পুত্রসন্তান লাভের আশায় স্ত্রীকে নিয়ে খ্যাতিমান পির জুনাদ আলি কুতুবশাহির দরবারে গমন করে। পির কুতুবশাহি এক বোতল পড়া পানি দিয়ে বলে যে, এ পড়া পানি খেয়ে তার যদি পুত্র সন্তান না হয় তবে বুঝতে হবে সে পাপী। রাশেদা যথারীতি চতুর্থ কন্যার জন্ম দেয় এবং স্বামীর রোষানলে পড়ে।
উদ্দীপকের রাশেদার সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে?
• উদ্দীপকের রাশেদার সঙ্গে "লালসালু" উপন্যাসের আমেনা বিবি চরিত্রের সাদৃশ্য রয়েছে।
আমেনা বিবি চরিত্রটি লালসালু উপন্যাসে সামাজিক এবং ধর্মীয় চাপের মধ্যে একজন নারীর অবস্থা প্রতিফলিত করে। যেমন রাশেদার ক্ষেত্রে, পুত্রসন্তান জন্মদানের জন্য অপ্রত্যাশিত চাপ এবং তার পরিণতি তীব্র রোষের সম্মুখীন হওয়া, আমেনা বিবির ক্ষেত্রেও একই ধরনের সামাজিক চাপ ও সম্পর্কের টানাপোড়েন দেখা যায়। দুই চরিত্রই তাদের সমাজের প্রত্যাশা অনুযায়ী সন্তান প্রসবের জন্য বাধ্য হতে থাকে, এবং তাদের অবস্থান নিঃসঙ্গ ও শোষিত হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই