কৌনিক ভরবেগ এবং গতিশক্তি ও ভরবেগের সংরক্ষণশীলতা
রহিম 1 m দৈর্ঘ্যের দড়ির সাথে বেঁধে 25 g ভরের 1টি পাথর ঘুরাচ্ছে। পাথরটি 1 s এ 5 বার বৃত্তাকার পথে ঘূর্ণন সম্পন্ন করে। ঘূর্ণন সংখ্যা একই রেখে, দড়ির দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো। দড়িটি সর্বোচ্চ 40 N বল সহ্য করতে পারে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
কেন্দ্রীয় অক্ষের সাপেক্ষে একটি বৃত্তাকার ফ্লাই হুইলের জড়তার ভ্রামক 3.8 kgm এবং এর কৌণিক দ্রুতি 2 । হুইলটির কৌণিক দ্রুতি 6 টি ঘূর্ণনের মাধ্যমে 2 থেকে 5 পর্যন্ত বৃদ্ধি করতে 42 Nm মানের ধ্রুব টর্ক প্রয়োজন হয় ।
কৌণিক ভরবেগের ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
ঘূর্ণায়মান কোনো বস্তুর কৌণিক বেগ 10% বৃদ্ধি করলে ঘূর্ণন গতিশক্তি বৃদ্ধি পায়
সাদমান 50 cm দৈর্ঘ্যের সূতার এক প্রান্তে 100 gm ভরের একটি পাথর বেঁধে অপর প্রান্ত ধরে মিনিটে 60 বার ঘোরাতে থাকল। অপরদিকে মাসুদ 60 cm দৈর্ঘ্যের সূতার এক প্রান্তে 150 gm ভরের একটি পাথর বেঁধে অপর প্রান্ত ধরে মিনিটে 100 বার করে একইভাবে ঘোরাতে থাকল।