পল্লিজননী
রহমত অভাবের তাড়নায় আফগানিস্তান থেকে এদেশে ব্যবসা করতে এসে, কিসমিস ও বাদাম ঘুষ দিয়ে মিনির ক্ষুদ্র মনটি জয় করেছিল। কেননা, মিনির মধ্যে সে তার কন্যা রত্নকে খুঁজে পায়।
উদ্দীপকে রহমতের প্রতিনিধি হিসেবে 'পল্লিজননী' কবিতায় যাকে পাই-
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
'আজারি অর্থ কী?
i. হিংসা
ii. রুগণ
iii. ব্যথিত
নিচের কোনটি সঠিক?
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
নিজাম কবিরাজ পানিপড়া দেয়। এলাকার বিভিন্ন মানুষ রোগের জন্য তার কাছে পানিপড়া নিতে আসে। এর জন্য নিজাম কবিরাজ কোনো টাকা নেয় না। শুধু পানিতে দুই তিন ফুঁ দিয়েই বলে এতে সব রোগ সেরে যাবে।
উদ্দীপকের নিজাম কবিরাজ 'পল্লিজননী' কবিতার কোন চরিত্রের প্রতিভূ?
মালেক তার অসুস্থ পুত্রকে নিয়ে ঢাকায় আসেন চিকিৎসার জন্য। পরীক্ষা করিয়ে জানা যায় তার দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। দ্রুত কিডনি প্রতিস্থাপন না করতে পারলে ছেলেকে বাঁচানো যাবে না । এ কথা জেনে মালেক তার একটা কিডনি পুত্রকে দান করেন ।
হুতুমদের ডাককে মায়ের মনে হয়েছে-
i. মরণের দূত
ii. কুয়াশার কাফন
iii. মৃত্যুশঙ্কা
নিচের কোনটি সঠিক?