উদ্ভিদের অযৌন প্রক্রিয়া
যে প্রক্রিয়ায় নিষেকবিহীন ভ্রূণ ও স্বাভাবিক বীজ সৃষ্টি হয় সেটি হলো-
অপুংজনি (Parthenogenesis) : উচ্চ শ্রেণির উদ্ভিদে সাধারণত ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলন তথা নিষেকের ফলে ভ্রূণ সৃষ্টি হয়ে থাকে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ডিম্বাণু নিষিক্ত না হয়ে সরাসরি ভ্রূণ সৃষ্টি করে থাকে। যে প্রজনন প্রক্রিয়ায় ডিম্বাণুটি নিষেক ছাড়াই ভ্রূণ সৃষ্টি করে এবং ডিম্বক স্বাভাবিক বীজে পরিণত হয় তাকে পারথেনোজেনেসিস বা অপুংজনি বলে। হরমোন প্রয়োগে বীজহীন ফল উৎপাদন প্রক্রিয়াকে পারথেনোকাপি (parthenocarpy) বলে। উদাহরণ- লেবু, কমলালেবু প্রভৃতি ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
সঞ্চয়ী মুকুলের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে-
অ্যাপোস্পোরি প্রক্রিয়ায় উৎপন্ন উদ্ভিদ হবে -
ডিপ্লয়েড
মাতৃ উদ্ভিদের গুণসম্পন্ন
অনুর্বর
নিচের কোনটি সঠিক ?
শফিকদের লিচু বাগানে এবার প্রচুর ফলন হয়েছে। শফিকের মামা ঠিক করল এই গাছের কয়েকটি চারা নিজের বাড়িতে নিয়ে লাগাবেন।
শফিকের মামা কোন পদ্ধতিতে এই গাছ থেকে চারা তৈরি করবেন?
মূলের মাধ্যমে অঙ্গজ প্রজনন হয় কোনটির?