৫.৭ টয়লেট্রিজ ও পারফিউম
মেহেদি রং এর কারণ কোন রাসায়নিক পদার্থ?
মেহেদি পাতার নির্যাসে প্রধান উপাদান অম্লধর্মী লাসোন (Lawsone) নামক
2- হাইড্রক্সি- 1, 4- ন্যাপথাকুইনোন জৈব যৌগ থাকে। এটি চুল ও চাপড়ার বহিঃস্তরের প্রোটিনের অ্যামিনো গ্রুপের সাথে যুক্ত হয়ে গাঢ় বাদামি সুন্দর রং সৃষ্টি করে। লাসোন গরম পানিতে এবং অম্লীয় দ্রবণে সহজে দ্রবণীয়। তাই গরম পানিতে মেহেদি পেস্ট তৈরি করে শেষে অম্লীয় করার জন্য সায়ট্রিক এসিড বা এডিপিক এসিড যোগ করা হয়। হাতে ব্যবহারের জন্য মেহেদি পেস্টের pH মান 5.5 হলে এটির কার্যকারিতা বৃদ্ধি পায়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই