রেইনকোট
"মিরপুরের বিল দিয়া দুই নৌকা বোঝাই কইরা আইছিল।"
'রেইনকোট' গল্পে উক্তিটি কার?
গল্পের কিছু লাইনঃ
রাস্তার পাশে পান-বিড়ি-সিগ্রেটের ছোট দোকানটার ঝাঁপ একটুখানি তুলে দোকানদারও তাকিয়ে রয়েছে উত্তরেই, ওদিকে কি কোনো গোলমাল হলো নাকি? দোকানদার ছেলেটা একটু বাচাল টাইপের। বাসস্ট্যান্ডে তাকে দেখলেই ছোঁড়াটা বিড়বিড় করে, কাল শোনেন নাই? মিরপুরের বিল দিয়া দুই নৌকা বোঝাই কইরা আইছিল।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
"এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা।" কারণ, 'রেইনকোট' গল্পে এগুলো বাঙালির-
i. জাতীয়তাবোধ জাগিয়ে রাখে
ii দেশপ্রেমকে উজ্জীবিত করে
iii. যুদ্ধ জয়ে প্রেরণা জোগায়
নিচের কোনটি সঠিক?
নুরুল হুদার কাকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছা করে?
"মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি,
মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি।"
উদ্দীপকের ভাবানুষঙ্গ 'রেইনকোট' গল্পের কোন দিকটি প্রতিফলিত করে?
'রেইনকোট' গল্পে রেইনকোটটি কার?