মায়োসিস এর ধাপ
বাইভ্যালেন্ট সৃষ্টি হয় কোন উপ-পর্যায়ে?
i. লেপ্টোটিন-
1. ক্রোমোজোম অধিকতর রঞ্জক ক্ষমতাপ্রাপ্ত হয়।
2. ক্রোমোজোমের বহু ক্রোমোমিয়ার দেখা যায়।
3. ক্রোমোজোম গুলো অবিভক্ত দীর্ঘ ও জটপাকানো অবস্থায় থাকে ।
4. ডিএনএ তার দ্বিগুণ প্রতিরূপ সৃষ্টি করে।
ii. জাইগোটিন -
1. হোমোলোগাস ক্রোমোজোম গুলো একটি জোড়ায় সৃষ্টি হয় ।
2. সিনাপসিস ঘটে ।
3. বাইভ্যালেন্ট সৃষ্টি হয় ।
iii. প্যাকাইটিন -
1. টেট্রাড অবস্থায় সৃষ্টি হয় ।
2. সিস্টার নন সিস্টার ক্রোমাটিড সৃষ্টি হয় ।
3. ক্রসিং ওভার ঘটে ।
4. কায়াজমা সৃষ্টি হয় ।
iv. ডিপ্লোটিন -
1. ক্রোমোজোম এর মধ্যে পারস্পারিক বিকর্ষণ হয়।
2. কায়াজমাটার মধ্যবর্তী অংশে লুপের সৃষ্টি হয়।
3. কায়াজমাটা স্পষ্ট হয় /দৃষ্টিগোচর হয় ।v.ডায়াকাইনেসিস -
1. বাইভ্যালেন্ট এর ক্রোমোজোম এর উপর ধাত জমা হয় ।
2. নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
প্যাকাইটিন উপদশায় ঘটে—
ক্রসিং ওভার ঘটে
প্রতিটি ক্রোমোজমকে সেন্ট্রমিয়ার ব্যতিত অনুদৈর্ঘ্য দুটি ক্রোমাটিড বিভক্ত হতে দেখা যায়
প্রতিটি বাইভালেন্ট দুটি সেন্ট্রোমিয়ার ও চারটি ক্রোমাটিড থাকে
মায়োসিস-১ বিভাজনের দীর্ঘস্থায়ী দশার বৈশিষ্ট্য কোনটি?
মিয়োসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়?
প্রাণিকোষে কোন উপপর্যায়ে ক্রোমোসোমগুলোকে একত্রে একটি ফুলের তোড়ার মতো দেখায়?