দেব-দেবী ও পূজা
মিনতি প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য এক বিশেষ দেবীর 'পূজা করে। এ দেবীর পূজা অমাবস্যা তিথিতে গভীর রাতে করা হয়। গলায় থাকে নরমুণ্ডর মালা। তিনি ভয়ংকর চণ্ডা ও মুন্ডাকে বধ করেন। অপরদিকে, ইমার বিবাহ হয়েছে অনেক বছর। ইমার কোনো সন্তান হয়নি। তাই সে গুরুদেবের কথামতো এক বিশেষ দেবতার পূজা করে সন্তান লাভ করে। বর্তমানে স্বামী সন্তান নিয়ে সুখেই বাস করছে।.
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
মিনু এ বছর বৃক্ষমেলা থেকে একটি বেল গাছের চারা ক্রয় করে বাড়ির আঙ্গিনায় রোপন করে। প্রতিদিন সে সঠিক পরিচর্যার মাধ্যমে গাছটি বড় করে তোলে।
মিনুর ক্রয়কৃত গাছটি কোন দেবতার সঙ্গে সংশ্লিষ্ট?
সজল বাবু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সূর্যকে প্রণাম করেন। স্নান সেরে তিনি মন্দিরে গিয়ে বিভিন্ন উপচারের মাধ্যমে দেবতার পূজা করেন। অন্যদিকে, কাজল বাবু প্রতিদিন সকালে বাগান পরিচর্যা করেন এবং গরিব-দুঃখীদের বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা করেন।
ঋত্বিক বলা হয় কাকে?
প্রদীপ দীর্ঘদিন ধরে অসুস্থ। তার এক বন্ধু তাকে দেখতে এসে এক পূজার আয়োজন করতে বলে। প্রদীপ বাজার থেকে বিভিন্ন উপকরণ যেমন- পেঁপে, নারিকেল, তরমুজ, কলা ও অন্যান্য মিষ্টিজাতীয় দ্রব্য ক্রয় করেন। অপরদিকে দীনেশ বিবাহ করে প্রায় ১০ বছর অতিবাহিত হয়েছে। তাদের কোনো সন্তানাদি না থাকায় তার মামা সন্তান-সন্ততি লাভের আশায় শ্রাবণ মাসের সপ্তমী তিথিতে বিশেষ এক পূজার আয়োজন করতে বলে। তার মতে সে সকল ধরনের পূজার সামগ্রী সংগ্রহ করে এবং গ্রামের সবাইকে পূজার নিমন্ত্রণ দেয়।