মূত্র,বৃক্ক বিকল,ডায়ালাইসিস,বৃক্ক প্রতিস্থাপন , হরমোনাল ক্রিয়া
মানবদেহে বর্জ্য নিষ্কাশনে সাধারণত দু'টি বৃক্ক থাকে। বৃক্কের গাঠনিক ও কার্যিক একক তথা নেফ্রনসমূহ মূত্র তৈরিতে সাহায্য করে থাকে।
উদ্দীপকের অঙ্গ দু'টি থেকে নিঃসৃত হরমোন কী কী ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে-
মূত্রের ঘনত্ব নিয়ন্ত্রণে
রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে
রক্তের pH নিয়ন্ত্রণে
নিচের কোনটি সঠিক?
বৃক্ক থেকে নিঃসৃত প্রধান হরমোন:
রেনিন – রক্তচাপ ও সোডিয়ামের পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে।
ইরিথ্রোপয়েটিন – রক্তে লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে।
ক্যালসিট্রিওল (ভিটামিন D3-এর সক্রিয় রূপ) – ক্যালসিয়ামের শোষণে ভূমিকা রাখে।
এছাড়াও, বৃক্ক অ্যান্টিডাইরেটিক হরমোন (ADH)-এর প্রতি সংবেদনশীল, যদিও ADH নিঃসৃত হয় হাইপোথ্যালামাস থেকে, তবে বৃক্কে তার প্রভাব পড়ে।
i. মূত্রের ঘনত্ব নির্ণয়ে -সঠিক নয়→ ADH-এর প্রভাবে বৃক্ক মূত্রের ঘনত্ব নিয়ন্ত্রণ করে। এটি মস্তিষ্কের হাইপোথ্যালামাসে উৎপন্ন হয়।
ii. রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে -সঠিক→ রেনিন-অ্যাঞ্জিওটেনসিন-অ্যালডোস্টেরন সিস্টেম (RAAS) রক্তে সোডিয়ামের পরিমাণ নিয়ন্ত্রণ করে।
iii. রক্তের pH নিয়ন্ত্রণে -সঠিক→ বৃক্ক বাইকার্বনেট এবং প্রোটিনের নির্গমন/পুনঃশোষণ দ্বারা pH নিয়ন্ত্রণ করে।
সঠিক উত্তর: ii এবং iii
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
দূরবর্তী প্যাঁচানো নালিকা থেকে কোন আয়ন বেরিয়ে কৈশিকনালিকায় প্রবেশ করে ?
টিউবিউলের প্রাচীরের কোষগুলো বিশেষভাবে অভিযোজিত কারণ-
সাইটোপ্লাজমে বেশি গলজিবস্তু থাকে
রক্তের কৈশিকজালিকার সাথে ঘন সন্নিবিষ্ট থাকে
কোষগুলোর শোষণতল বেশি
নিচের কোনটি সঠিক ?
দুই রেনাল পিরামিডের কর্টেক্সের কোন অংশ স্তম্ভের মতো মেডুলার গহ্বরে প্রবেশ করে?
হেনলীর লুপে পুনঃশোষিত হয় কোনটি ?