মানব কল্যাণ
'মানব-কল্যাণ' প্রবন্ধে "ওপরের হাত" মানে কী?
ইসলামের নবি বলেছেন, ওপরের হাত সব সময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ। নিচের হাত মানে যে মানুষ হাত পেতে গ্রহণ করে, ওপরের হাত মানে দাতা- যে হাত তুলে ওপর থেকে অনুগ্রহ বর্ষণ করে। দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সর্ব অবয়বে কীভাবে প্রতিফলিত হয় তার বীভৎস দৃশ্য কার না নজরে পড়েছে?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
আমাদের দেশে মানবকল্যাণের রূপ কুৎসিত কেন?
এই 'পৃথিবীতে দরিদ্র জনসংখ্যাই বেশি। এই দরিদ্র জনগোষ্ঠীর নিত্যসঙ্গী দুঃখ-দারিদ্র্য। নিজেদের দারিদ্র্য বিমোচনের জন্য চেষ্টা না করে তারা প্রায়ই হাত পাতে ধনী দেশগুলোর কাছে।
উদ্দীপকে 'মানব-কল্যাণ' প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে?
ছাত্রজীবনে আবুল ফজল কোন আন্দোলনে যুক্ত হন?
দেলোয়ারা নিজেকে মানবদরিদ বলে মনে করে থাকেন। তার বাসায় কোনো ভিক্ষুক এলে কখনোই খালি হাতে ফেরত দেন না। একমুষ্টি চাল হলেও তিনি তাদের দেন এবং এ নিয়ে গর্ব অনুভব করেন।
উদ্দীপকের দেলোয়ারা উক্ত রচনার কোন বিষয়টি উপলব্ধি করতে ব্যর্থ হয়েছেন?