প্রত্যাবর্তনের লজ্জা
মন ছুটেছে মায়ের পানে
মাটির সোঁদা গন্ধ মেখে
ফিরবো আবার প্রাণে মনে।
সকালের সোনারোদ উঠবে হেসে সব ঘরে
গোধূলির রাঙা প্রলেপ মেখে ফিরবে পাখি নীড়ে।
কবিতাংশে 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার প্রতিফলিত ভাব হলো-
i. শেকড়ের কাছে ফেরা
ii. প্রকৃতির প্রতি মুগ্ধতা
iii. স্বদেশ ভাবনা
নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: ✅ i ও iii
ব্যাখ্যা:
কবিতাংশে মন মায়ের পানে ছুটে যাচ্ছে এবং শেকড়ের কাছে ফিরে আসার অনুভূতি প্রকাশ পাচ্ছে।
এছাড়া, ফিরে আসা ও স্বদেশের সৌন্দর্য অনুভব করা—এটি স্বদেশ ভাবনাকেও প্রতিফলিত করছে।
অতএব, সাদৃশ্য হলো শেকড়ের কাছে ফেরা ও স্বদেশ ভাবনা।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই