শিল্প,সাহিত্য ও সংস্কৃতি
ভাষা আন্দোলনের নাটক কোনটি?
■ মুনীর চৌধুরী রচিত ভাষা আন্দোলনভিত্তিক নাটক- কবর।
■ কবর নাটক ১৯৫৩ সালের ১৭ জানুয়ারি রচিত হয় ।
■ ১৯৫৩ সালের ২১ ফেব্রুয়ারি সর্বপ্রথম নাটকটি জেলখানায় মঞ্চস্থ করা হয়।
■ এছাড়াও মুনীর চৌধুরীর অন্যতম নাটক: রক্তাক্ত প্রান্তর, চিঠি I
ভাষা আন্দোলন ভিত্তিক আরো কিছু গুরুত্বপূর্ণ সাহিত্য কর্ম:
চলচ্চিত্র
• জীবন থেকে নেওয়া জহির রায়হান।
• Let there be light- জহির রায়হান।
উপন্যাস
• আরেক ফাল্গুন- জহির রায়হান (ভাষা আন্দোলনভিত্তিক প্রথম উপন্যাস)
• আর্তনাদ- শওকত ওসমান
• নিরন্তর ঘণ্টাধ্বনি- সেলিনা হোসেন
কবিতা
• কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি: মাহবুব-উল আলম
• চৌধুরী (ভাষা আন্দোলনভিত্তিক প্রথম কবিতা)।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই