হাইড্রার গঠন
ভলভেন্টের বৈশিষ্ট্য কোনটি?
ভলভেন্ট বা ডেসমোনিম (Volvent or Desmoneme) :
অপেক্ষাকৃত এগুলো ছোট নেমাটোসিস্ট। সূত্রকটি খাটো, মোটা, স্থিতিস্থাপক, কাঁটাবিহীন এবং বন্ধ শীর্ষযুক্ত । ক্যাপসুলের ভিতর সূত্রকের একটি মাত্র প্যাঁচ থাকে, কিন্তু নিক্ষিপ্ত হওয়ার সাথে সাথে কর্ক-ক্রুর মতো অনেকগুলো প্যাচের সৃষ্টি করে ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই

A চিহ্নিত কোষের ক্ষেত্রে প্রযোজ্য
l.সুস্পষ্ট নিউক্লিয়াস বিদ্যমান
Il.গোল বা ত্রিকোণাকার
Ill.অমসৃণ অন্তপ্লাজমীয় জালিকা
নিচের কোনটি সঠিক?
হাইড্রায় বিভিন্ন ধরনের কোষ রয়েছে। এদের মধ্যে ফ্ল্যাজেলীয় কোষ ও ইন্টারস্টিশিয়াল কোষ মুখ্য ভূমিকা পালন করে।
২য় ধরনের কোষের ক্ষেত্রে প্রযোজ্য-
i. অন্য কোষে রূপান্তরিত হয়
ii. মিউকাস ক্ষরণ করে
iii. বহিঃত্বক ও অন্তঃত্বক উভয় স্থানে পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
রূপান্তরিত সিলিয়াম কোনটি?
উদ্দীপকের প্রাণীর B-অংশে কোন ধরনের কোষ বেশি পাওয়া যায়?