গড়মিল ও বিবরণী
ব্যাংক মিলিকরণ বিবরণীতে অমর্যাদাকৃত চেক (Dishonoured check)-
NSF চেকের পূর্ণরূপ হলো Not Sufficient Fund.
আমানতকারী যখন প্রাপ্য হিসাবের থেকে চেক সংগ্রহ করেন এবং এটি ব্যাংকে জমা দেন তখন দেনাদারের ব্যাংক হিসাবে তহবিল অপর্যাপ্ততার কারণে চেকটি অমর্যাদাকৃত হলে তাকে NSF চেক বলা হয়। অর্থাৎ, জমাকৃত চেক, চেক প্রদানকাররীর ব্যাংক ব্যালেন্সের অপর্যাপ্ততার জন্য প্রত্যাখ্যান করা হলে তাকে এনএসএফ চেক বলে। এন এস এফ চেকের অর্থ নগদান বইয়ের ব্যাংক ব্যালেন্স থেকে বাদ দিয়ে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই