বোর মডেলের সীমাবদ্ধসমূহ
বোর পরমাণু মডেল বর্ণালি ব্যাখ্যা করতে পারে-
এক প্রোটন বিশিষ্ট আয়নের
এক ইলেকট্রন বিশিষ্ট আয়নের
এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর
নিচের কোনটি সঠিক?
বোরের H পরমাণু মডেলের ধারণা মতে, পরমাণুর প্রতিটি কক্ষপথ নির্দিষ্ট ও বিভিন্ন মানের শক্তিযুক্ত (quantization of energy) এবং এসব স্থায়ী কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনও সমশক্তি সম্পন্ন থাকে। এ ধারণার সাথে পদার্থবিদ্যার বস্তুকণার গতিতত্ত্ব সূত্রসমূহ সমন্বয় করে বোর সার্থকভাবে H পরমাণু ও H পরমাণু সদৃশ আয়ন অর্থাৎ নিউক্লিয়াস ও ১টি মাত্র ইলেকট্রন যুক্ত আয়ন যেমন বা, এর জন্য প্রযোজ্য নিম্নোক্ত গাণিতিক সমীকরণ প্রতিষ্ঠা করেন ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই