বৃক্কের গঠন ও কাজ,রেচনের শারীরবৃত্ত
বৃক্কের ক্ষেত্রে প্রযোজ্য-
শিম বীজের মত
পার্শ্বদেশ উত্তল
ভিতরের দিকে অবতল
নিচের কোনটি সঠিক?
বৃক্ক (Kidney) : বক্ষপিঞ্জরের ঠিক নিচে উদর গহ্বরের কটি অর্থাৎ কোমর অঞ্চল (lumbar region ) - এ মেরুদণ্ডের দুপাশে একটি করে মোট দুটি বৃক্ক থাকে । বৃক্কের উপরের প্রান্ত দ্বাদশ থোরাসিক কশেরুকার নিচে এবং নিচের প্রান্ত তৃতীয় লাম্বার কশেরুকার উপরে অবস্থিত । উদর গহ্বরে যকৃতের অবস্থানের কারণে বাম বৃক্কটি ডান বৃক্কের তুলনায় সামান্য উপরে অবস্থিত)। বৃক্ক দেখতে অনেকটা শিম বীজের মতো । এর পার্শ্বদেশ উত্তল, ভিতরের দিক অবতল ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জীববিজ্ঞান বই-এ মানুষের দেহে পানির সমতা নিয়ন্ত্রণ ও তরল বর্জ্য উৎপাদন সম্পর্কে আলোচনা করা হয়েছে।
মিতুল ক্লাসে রেচনতন্ত্র পড়ার সময় দেখল পিটুইটারি গ্রন্থি থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ ক্ষরিত হয়, যা রক্তে প্রবাহিত হয়।
উদ্দিপকের রাসায়নিক পদার্থের ক্ষেত্রে যুক্তিযুক্ত-
রক্তে H2O কমলে অধিক হরমোন ক্ষরিত হবে
রক্তে H2O বাড়লে কম হরমোন ক্ষরিত হবে
Na+ রেচন বাড়িয়ে দেয়
নিচের কোনটি সঠিক ?

শ্রেণিশিক্ষক বোর্ডে শিমবীজের ন্যায় একটি চিত্র অংকন করে বললেন
যে, অঙ্গটির উল্লেখযোগ্য দু'টি কাজ হলো—
⇒ মানবদেহের মূত্র তৈরিতে ভূমিকা রাখে।
⇒ মানবদেহের পানিসাম্যতা নিয়ন্ত্রণ করে ।