মূত্র,বৃক্ক বিকল,ডায়ালাইসিস,বৃক্ক প্রতিস্থাপন , হরমোনাল ক্রিয়া
বৃক্কের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
অবতল অংশের ভাঁজকে হাইলাম বলে
সমগ্র অংশটি ক্যাপসুল দ্বারা বেষ্টিত
বাম বৃক্ক ডান বৃক্কের চেয়ে কিছুটা ওপরে অবস্থান করে
নিচের কোনটি সঠিক?
বৃক্কের বাইরে উত্তল ও ভেতরে অবতল। অবতল অংশের ভাঁজটিকে হাইলাম (hilum) বা হাইলাস (hilus) বলে। বৃক্কের হাইলাস অংশে ইউরেটার বা গবিনী যুক্ত থাকে। বৃক্কীয় শিরা ও ইউরেটার হাইলাস থেকে বৃক্কের মধ্য হতে বাইরে আসে এবং বৃক্কীয় ধমনি ও স্নায়ু বৃক্কে প্রবেশ করে। সমগ্র বৃক্ক ক্যাপসুল (capsule) নামক তন্তুময় যোজক টিস্যুর সুদৃঢ় আবরণে বেষ্টিত। বৃক্কের অগ্রপ্রান্তে অ্যাডরেনাল গ্রন্থি টুপির মতো আচ্ছাদন করে অবস্থান করে ।
বৃক্কের অন্তর্গঠন (Internal Structure of Kidney)
লম্বচ্ছেদে দেখা যায়, প্রত্যেক বৃদ্ধ তিনটি অঞ্চলে বিভক্ত, যথা— বাইরের কর্টেক্স (cortex), মধ্যখানে অবস্থিত মেডুলা (medulla) এবং ভিতরে পেলভিস (pelvis)। পেলভিস হলো বৃক্কের অভ্যন্তরে বৃহৎ সংগ্রাহক স্থান, যা ইউরেটারের উপরের প্রসারিত অংশ থেকে গঠিত হয় এবং মেডুলার গঠনসমূহকে ইউরেটারের সাথে সংযুক্ত করে। কর্টেক্সের বহিঃস্থ দুই-তৃতীয়াংশকে সুপারফিসিয়াল কর্টেক্স (superficial cortex) এবং অন্তঃস্থ অংশকে জাক্সটা মেডুলারি কর্টেক্স (juxta medullary cortex) বলে। বৃক্কের কর্টেক্স অংশ প্রধানত মালপিজিয়ান করপাসল (mulpighian corpuscles) দ্বারা গঠিত। বৃক্কের মেডুলা অঞ্চলে অনুদৈর্ঘ্যভাবে ডোরাকাটা সাজানো ৮-১৮টি পিরামিডের মতো কোণাকার অঞ্চল আছে। এদের রেনাল পিরামিড (renal pyramid) বলে। বৃক্কের লম্বচ্ছেদে দৃশ্যমান গহ্বরকে রেনাল সাইনাস (renal sinus) বলা হয়। পিরামিডগুলোর গোড়া কর্টেক্সের দিকে এবং শীর্ষ কেন্দ্রের গহ্বর রেনাল সাইনাসের দিকে অবস্থিত। সাইনাসে গবিনীর পেলভিস অঞ্চল এবং বৃক্কীয় শিরা ও ধমনি থাকে। পিরামিডের শীর্ষগুলোকে প্যাপিলা বলে। প্রতিটি প্যাপিলার শীর্ষ বিভক্ত হয়ে ৮-১৪টি মাইনর ক্যালিক্সে (minor calyx) উন্মুক্ত থাকে। কয়েকটি মাইনর ক্যালিক্স একত্রে ২-৩টি মেজর ক্যালিক্সে ( major calyx) উন্মুক্ত হয়। কয়েকটি মেজর ক্যালিক্স মিলে গবিনীর পেলভিস (pelvis) অঞ্চল গঠন করে। বৃক্কে প্রবেশকারী রেনাল শিরা দেহের সবচেয়ে বড় শিরা। মূত্র মেজর ক্যালিক্স হয়ে রেনাল পেলভিস অতিক্রম করে ইউরেটারে বাহিত হয়। এদের প্রাচীরের সংকোচনশীল উপাদানের প্রভাবে মূত্র মূত্রথলির দিকে ধাবিত হয়ে থাকে ।

Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই

উদ্দীপকে উল্লিখিত x অংশে জমা থাকে-
প্রোটিন
গ্লুকোজ
ইউরিক এসিড
নিচের কোনটি সঠিক?
দূরবর্তী প্যাঁচানো নালিকা থেকে কোন আয়ন বেরিয়ে কৈশিকনালিকায় প্রবেশ করে ?
টিউবিউলের প্রাচীরের কোষগুলো বিশেষভাবে অভিযোজিত কারণ-
সাইটোপ্লাজমে বেশি গলজিবস্তু থাকে
রক্তের কৈশিকজালিকার সাথে ঘন সন্নিবিষ্ট থাকে
কোষগুলোর শোষণতল বেশি
নিচের কোনটি সঠিক ?
মানবদেহে বর্জ্য নিষ্কাশনে সাধারণত দু'টি বৃক্ক থাকে। বৃক্কের গাঠনিক ও কার্যিক একক তথা নেফ্রনসমূহ মূত্র তৈরিতে সাহায্য করে থাকে।
উদ্দীপকের অঙ্গ দু'টি থেকে নিঃসৃত হরমোন কী কী ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে-
মূত্রের ঘনত্ব নিয়ন্ত্রণে
রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে
রক্তের pH নিয়ন্ত্রণে
নিচের কোনটি সঠিক?