মাসি-পিসি
বিধবা মরিয়ম বড়ো ফুপুর সহযোগিতায় একটি চায়ের দোকান দেয়। এলাকার বখাটে যুবক রাসু নানাভাবে তাতে বাধার সৃষ্টি করে। ফুপু এবং মরিয়মের সংঘবদ্ধ প্রতিরোধের মুখে রাসু অতঃপর সটকে পড়ে।
মরিয়ম ও ফুপুর কর্মকাণ্ডে 'মাসি-পিসি' গল্পে মাসি- পিসির কোন বৈশিষ্ট্য ধরা পড়ে?
i. স্বাবলম্বন
ii. আত্মরক্ষা
iii. সংঘশক্তি
নিচের কোনটি সঠিক?
• উল্লেখিত গল্পের প্রেক্ষাপটে মরিয়ম ও ফুপুর কর্মকাণ্ডে স্বাবলম্বন, আত্মরক্ষা, এবং সংঘশক্তি—এই তিনটি বৈশিষ্ট্যই প্রতিফলিত হয়। তারা নিজেরা চায়ের দোকান পরিচালনা করে স্বাবলম্বিতা দেখান, রাসুর বিরোধিতা করে আত্মরক্ষা করেন এবং একত্রিত হয়ে সংঘবদ্ধ প্রতিরোধের মাধ্যমে সফল হন।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই