প্রতিদান
বিথী ও তনা রুমমেট ও সহকর্মী। এক অফিসে কাজ করলেও বিথী তনাকে প্রায়ই সবার সামনে বিভিন্ন বিষয় নিয়ে অপমান ও তাচ্ছিল্যপূর্ণ আচরণ করে। তনার আড়ালে তার ব্যক্তিত্ব ও পরিবার নিয়ে আজেবাজে কথা ছড়ায়। তনা নিজের নম্র আচরণ দিয়ে এবং সবার কাছে বিথীর প্রশংসার মাধ্যমে বিথীকে শুধরে দেওয়ার চেষ্টা করে। গুটি বসন্তে বিথী অসুস্থ হলে অফিস থেকে ছুটি নিয়ে দিনরাত সেবার মাধ্যমে স্বজনহীন বিথীকে সুস্থ করে তোলে। বিথী তনার প্রতি নিজের আচরণের কথা ভেবে অনুশোচনায় দগ্ধ হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
'প্রতিদান' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে?
রফিকের ঘর পুড়িয়ে দেয় শফিক, রফিক প্রতিশোধ নেওয়ার জন্য তৎপর হয়। একদিন সুযোগ বুঝে সে শফিকের ঘর পুড়িয়ে দেয়।
উদ্দীপকের রফিকের সাথে 'প্রতিদান' কবিতার কার বৈসাদৃশ্য রয়েছে?
মানুষ মানুষের জন্য
জীবন জীবনের জন্য
একটু সহানুভূতি কি
মানুষ পেতে পারে না
ও বন্ধু-
'বিষে ভরা বান' নিক্ষেপকারীকে কবি প্রতিদান দিতে চান কী দিয়ে?