ক্রোসিং ওভার
বাইভ্যালেন্ট সৃষ্টি হয়-
হোমোলোগাস ক্রোমোসোমের মধ্যে
জোড়ায় জোড়ায় মিলন
নন-হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে
নিচের কোনটি সঠিক?
দুটি হোমোলোগাস ক্রোমোসোমের মধ্যে জোড় সৃষ্টি হওয়াকে সিন্যাপসিস (synapsis) বলে। প্রতিটি জোড়বাঁধা ক্রোমোসোম জোড়াকে (যুগলকে) বাইভেলেন্ট (bivalent) বলে। কোষে যতগুলো ক্রোমোসোম থাকবে তার অর্ধেক সংখ্যক বাইভেলেন্ট সৃষ্টি হবে। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ তখনো দেখা যায়। প্রাণিকোষের ক্ষেত্রে সেন্ট্রিওলে বিভক্তির সূচনা ঘটে ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই

ক্রসিংওভার হয়-
সিস্টার ক্রোমাটিডের মধ্যে
নন-সিস্টার ক্রোমাটিডের মধ্যে
হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে
নিচের কোনটি সঠিক?
জীববিজ্ঞান ক্লাসে শিক্ষক কোষবিভাজনের একটি উপধাপের মডেল দেখালেন যেখানে প্রতিটি বাইভ্যালেন্টে চারটি ক্রোমাটিড
থাকে এবং এদের মধ্যে ক্রসিং ওভার শুরু হয়।
বিভাজনের ফলে একটি ডিপ্লয়েড কোষ থেকে হ্যাপ্লয়েড কোষের সৃষ্টি হয়। এ প্রক্রিয়ার একটি পর্যায়ে বিশেষ একটি ঘটনা ঘটে যার ফলে জীবজগতে প্রকরণ সৃষ্টি হয়।