বাংলাদেশের জাতীয় বিষয়াবলি ও গুরুত্বপূর্ণ দিবসসমূহ
বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত?
■ জাতীয় পতাকা গাঢ় সবুজ রঙের হবে এবং ১০:৬ দৈর্ঘ্য ও প্রস্থের আয়তক্ষেত্রাকার সবুজ রঙের মাঝখানে একটি লাল বৃত্ত থাকবে।
■ লাল বৃত্তটি পতাকার দৈর্ঘ্যরে এক-পঞ্চমাংশ ব্যাসার্ধ বিশিষ্ট হবে।
■ পতাকার দৈর্ঘ্যের নয়-বিংশতিতম অংশ হতে অঙ্কিত উলম্ব রেখা এবং পতাকার প্রস্থের
■ মধ্যবর্তী বিন্দু হতে অঙ্কিত আনুভূমিক রেখার পরস্পর ছেদ বিন্দুতে বৃত্তের কেন্দ্র বিন্দু হবে।
■ ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলাভবনের পশ্চিম গেটে দোতলা ছাদের উপরে এই পতাকাটি প্রথম ওড়ানো হয়েছিল।
■ বাংলাদেশে জাতীয় পতাকা দিবস ২রা মার্চ।
■ বাংলাদেশের জাতীয় পতাকা সরকারি ভাবে গৃহীত হয় ১৯৭২ সালে ১৭ জানুয়ারী।
■ মানচিত্র খচিত বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার ডিজাইনার শিব নারায়ণ দাস।
■ বাংলাদেশের মানচিত্র প্রথম আঁকেন- মেজর জেমস রেনেল।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই