টেরিডোফাইটা এবং Pteris এর আবাস, গঠন ও জনুক্রম
ফার্ণের ভ্রুণ অঙ্কুরিত হয়ে কি উৎপন্ন করে?
গ্যামিটোফাইটিক জনু : স্পোরগুলো (n) গ্যামিটোফাইটিক জুনুর প্রথম সদস্য। স্পোরগুলো অঙ্কুরিত হয়ে হৃৎপিণ্ডাকার,
স্বাধীন দেহ প্রোথেলাস গঠন করে। প্রোথেলাসের অঙ্কীয় তলে আর্কিগোনিয়া এবং অ্যান্থেরিডিয়া জন্মে । সেখানে যথাক্রমে ডিম্বাণু এবং শুক্রাণু সৃষ্টি হয়। উভয় প্রকার হ্যাপ্লয়েড গ্যামিট মিলিত হয়ে ডিপ্লয়েড জাইগোট (2n) গঠন করে। এভাবে গ্যামিটোফাইটিক জনুর সমাপ্তি ঘটে আর স্পোরোফাইটিক জনু পুনরায় শুরু হয়। জাইগোট স্পোরোফাইটিক জনুর প্রথম সদস্য এবং তা থেকে ক্রমশ ভ্রূণ ও পূর্ণাঙ্গ স্পোরোফাইটিক উদ্ভিদের জন্ম হয়।আকার আকৃতিতে স্পোরোফাইটিক উদ্ভিদদেহ এবং গ্যামিটোফাইটিক উদ্ভিদদেহ ভিন্ন ধরনের হওয়ায় Pteris-এর জনুক্রম বিষমাকৃতির বা হেটারোমরফিক ধরনের জনুক্রম (heteromorphic alternation of generation) বলে পরিচিত। যে জনুক্রমে রেণুধর বা স্পোরোফাইটিক এবং লিঙ্গধর বা গ্যামিটোফাইটিক, দুটি দশাই সমান তাকে ডিপ্লোবায়োন্টিক জনুক্রম বলে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই