ব্যাকটেরিয়ার গঠন,প্রকারভেদ ও জনন
প্লাজমিড পাওয়া যায় কোনটিতে?
প্লাসমিড (Plasmid) : ব্যাক্টেরিয়ার সাইটোপ্লাজমে মূল ক্রোমোসোম ছাড়াও যে বৃত্তাকার দ্বিসূত্রক DNA অণু থাকে তাকে প্লাসমিড বলে। Laderberg (1952) E. coli ব্যাকটেরিয়া কোষে সর্বপ্রথম প্লাসমিডের সন্ধান পান। প্লাসমিডের DNA অণু স্বাধীনভাবে অনুলিপন (replicate) করতে পারে। মূল ক্রোমোসোমের বাইরে একটি অতিরিক্ত ও ক্ষুদ্রাকার DNA (ক্রোমোসোম) হিসেবে অধিকাংশ ব্যাকটেরিয়াতে প্লাসমিড অবস্থিত। এদের সংখ্যা কোষপ্রতি ১-১০০০ পর্যন্ত হতে পারে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
উদ্ভিদবিজ্ঞান ক্লাসে, শিক্ষক এমন একটি অণুজীব নিয়ে আলোচনা করছিলেন যা আদিকোষী এবং এক ধরনের বৃত্তাকার জৈব অণুবিশিষ্ট।
গোলাকৃতি ব্যাকটেরিয়াকে কী বলে?
ব্যাকটেরিয়ামের গঠন ব্যাখ্যা কর।
আমাদের এই প্রকৃতিতে কিছু আণুবীক্ষণিক আদিকোষী অণুজীব রয়েছে। এদের আকৃতি, আকার ও পুষ্টিগুণে রয়েছে ভিন্নতা। এক বিশেষ জনন প্রক্রিয়ার মাধ্যমে তারা অপত্য কোষে নতুন চরিত্র প্রকাশ করতে সক্ষম। তাছাড়া বিভিন্ন ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।