৪.১৩ ফুয়েল সেল ও এর প্রকারভেদ
প্রোটন বিনিময় মেমব্রেন ফুয়েল সেলে অ্যানোড উৎপন্ন হয়-
১. প্রোটন বিনিময় মেমব্রেন ফুয়েল সেল (PEMFC) : এ সেল এর ইলেকট্রোলাইট হলো প্রোটন পরিবাহী
পলিমার মেমব্রেন। এতে তাপমাত্রা 80°C-এ রাখা হয়। এ সেল-এ ব্যবহৃত জ্বালানী হলো হাইড্রোজেন। প্লাটিনাম আবৃত অ্যানোডে জ্বালানী হাইড্রোজেন থেকে ইলেকট্রন ও প্রোটন উৎপন্ন হয় যার মধ্যে প্রোটন (H') পলিমার ইলেকট্রোলাইট মেমব্রেনের ভেতর দিয়ে ক্যাথোডে পৌঁছায় ও ইলেকট্রন বাইরের পরিবাহী তার মধ্য দিয়ে ক্যাথোডে যায়। ক্যাথোডে পৌঁছে প্রোটন ও ইলেকট্রন যুক্ত হয়ে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে এবং পানি উৎপন্ন করে। বাইরের তার দিয়ে পরিবাহিত ইলেকট্রনের প্রবাহই তড়িৎপ্রবাহ সৃষ্টি করে ।
এ সেলে জ্বালানী হিসেবে হাইড্রোজেন ছাড়াও হাইড্রোকার্বন (প্রাকৃতিক গ্যাস, ডিজেল), মিথানল এবং
হাইড্রাইডসমূহ ব্যবহার করা যায়। এক্ষেত্রে অ্যানোডে CO2 উৎপন্ন হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই