মূত্র,বৃক্ক বিকল,ডায়ালাইসিস,বৃক্ক প্রতিস্থাপন , হরমোনাল ক্রিয়া
প্রাণিবিজ্ঞান ক্লাসে মানবদেহের একটি অঙ্গের গঠন বর্ণনা করতে গিয়ে শিক্ষক বলেন, এটি আকারে অনেকটা সিম বীজের মতো এবং এটি লালচে খয়েরি রঙের।
উদ্দীপকে বর্ণিত অঙ্গটির অন্তঃগঠনে পাওয়া যায়-
অ্যালভিওলাস
রেনাল পিরামিড
পেলভিস
নিচের কোনটি সঠিক?
বৃক্কের লম্বচ্ছেদে তিনটি সুস্পষ্ট অংশ দেখা যায় : বাইরে অবস্থিত অপেক্ষাকৃত গাঢ় অঞ্চলটি কর্টেক্স (cortex), মধ্যখানে হালকা লাল রঙের মেডুলা (medulla) এবং ভিতরে সাদাটে পেলভিস (pelvis)। বৃক্কের সর্ববহিঃস্থ ও শক্ত তন্তুময় যোজক টিস্যুতে এবং অসংখ্য রেনাল করপাসল (খালি চোখেও দেখা যায়) ও নেফ্রনের অংশবিশেষ নিয়ে কর্টেক্স গঠিত।
কর্টেক্সের নিচে হালকা লাল রঙের মেডুলা অংশ ৮–১৮টি পিরামিড আকৃতির অংশ নিয়ে গঠিত । এগুলো রেনাল পিরামিড (renal pyramid)। নেফ্রনের নালিকাময় অংশ ও রক্তবাহিকা নিয়ে একেকটি পিরামিড নির্মিত হয় । পিরামিডের গোড়া থাকে কর্টেক্সের দিকে, আর ১০-২৫টি ছিদ্রযুক্ত চূড়া বা প্যাপিলা (papilla) থাকে রেনাল পেলভিসে উন্মুক্ত। দুই রেনাল পিরামিডের কর্টেক্সের কিছু অংশ স্তম্ভের মতো মেডুলার গভীরে প্রবেশ করেছে। এগুলোকে রেনাল কলাম (renal column) বলে ।
বৃক্কের অভ্যন্তরে অবস্থিত ইউরেটারের অংশটি উপর দিকে ফানেলের মতো প্রসারিত অংশে পরিণত হয়ে রেনাল পেলভিস (renal pelvis) গঠন করেছে।

Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
দূরবর্তী প্যাঁচানো নালিকা থেকে কোন আয়ন বেরিয়ে কৈশিকনালিকায় প্রবেশ করে ?
টিউবিউলের প্রাচীরের কোষগুলো বিশেষভাবে অভিযোজিত কারণ-
সাইটোপ্লাজমে বেশি গলজিবস্তু থাকে
রক্তের কৈশিকজালিকার সাথে ঘন সন্নিবিষ্ট থাকে
কোষগুলোর শোষণতল বেশি
নিচের কোনটি সঠিক ?
মানবদেহে বর্জ্য নিষ্কাশনে সাধারণত দু'টি বৃক্ক থাকে। বৃক্কের গাঠনিক ও কার্যিক একক তথা নেফ্রনসমূহ মূত্র তৈরিতে সাহায্য করে থাকে।
উদ্দীপকের অঙ্গ দু'টি থেকে নিঃসৃত হরমোন কী কী ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে-
মূত্রের ঘনত্ব নিয়ন্ত্রণে
রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে
রক্তের pH নিয়ন্ত্রণে
নিচের কোনটি সঠিক?
দুই রেনাল পিরামিডের কর্টেক্সের কোন অংশ স্তম্ভের মতো মেডুলার গহ্বরে প্রবেশ করে?