পল্লিসাহিত্য
প্রবাস থেকে ছেলে ছুটিতে এসে বাবার কণ্ঠে মরমি শিল্পী আব্দুল আলীমের গাওয়া 'পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই' গানটি মুগ্ধ হয়ে শুনছে। একপর্যায়ে বাবা ছেলেকে বলে, 'অতি সহজসরল, সহজবোধ্য এ গানগুলোই তো বাঙালি সংস্কৃতির প্রাণ। এসব সংগ্রহ, সংরক্ষণ ও সম্প্রসারণের দায়িত্ব আমাদের সকলের।' এসব দায়িত্বের কথা ভেবে ছেলে বলে, “অপরাজিতা, দিশা, সানা, লিসা, নাদিরা, সামিয়া ও ফেদা নামগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে সম্পৃক্ত। মূলত সফটওয়্যারজাত বুদ্ধিমত্তা, যা মানুষ বা বিভিন্ন প্রাণীর স্বাভাবিকভাবে বেড়ে ওঠার প্রাকৃতিক বুদ্ধিমত্তার সাথে এখন প্রতিযোগিতায় লিপ্ত। উত্থান হতে চলেছে রোমান্টিক ও ফ্যান্টাসি উপন্যাসের সমন্বয়ে ‘রোমান্টাসি' ঘরানার বইয়ের। খুব দ্রুত কদর নিয়ে পাঠকদের প্রিয় হয়ে উঠেছে আর্সেনিক ও অ্যাডোবো এবং মোস্ট অ্যাগ্রিয়েবল মার্ডার-এর মতো সহজবোধ্য রহস্য উপন্যাসগুলো। তাই অস্তিত্ব রক্ষায় বাংলাদেশের লোক-সংস্কৃতির গ্রামীণ জীবনচিত্র নিয়ে রচিত সাহিত্যকে বিদেশের মাটিতে পরিচয় করাতে হবে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই