কুকুরের লালার প্রতিবর্তী ক্রিয়ার (Reflexes) উপর Pavlov বর্ণনা ও মৌমাছির সমাাজিক সংগঠন।
প্যাভলভ কোন ধরনের শিখনের পরীক্ষা করেন?
বিজ্ঞানী প্যাভলভ কুকুরের দেহে পরিপাকের শারীরবৃত্ত নিয়ে গবেষণা করেন । কুকুরদের খাওয়া পরিবেশনের
দায়িত্বে ছিলেন গবেষণাগারের নির্দিষ্ট টেকনিশিয়ান । প্যাভলভ লক্ষ করলেন শুধু খাবার দেখলেই কুকুরের লালাক্ষরণ
হতো না, যে টেকনিশিয়ান খাবার পরিবেশন করতেন তাঁর গায়ের সাদা গবেষণা কোট (lab-coat) দেখলেই লালাক্ষরণ
শুরু হয়ে যেত । এ পর্যবেক্ষণ থেকে প্যাভলভ ধারণা করেন যে খাবার দেওয়ার সময় সুনির্দিষ্ট উদ্দীপনা যদি কুকুরের
চারপাশে থাকে তাহলে সেই উদ্দীপনা খাবারের সঙ্গে মিশে গিয়ে কুকুরের লালাক্ষরণকে উদ্দীপ্ত করে । এ উদ্দীপনাকে
তিনি মানসিক উদ্দীপনা (psychic stimulation) নামকরণ করেছেন। প্রাথমিক এ ধারণার ভিত্তিতে প্যাভলভ প্রকৃত
গবেষণায় নিয়োজিত হন ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
রাফিয়ার মা নেকটার, পানি ও রেণু ইত্যাদি দ্বারা তৈরি এক ধরনের প্রাকৃতিক মিষ্টিজাতীয় বস্তুর সাথে ডিম ও পাউরুটিসহকারে সকাল বেলা নাস্তা তৈরি করেন।
রিনা শীতকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাছের ঝিলে পরিযায়ী পাখি দেখতে পেল এবং মিনা একদিন গাছের ডালে মৌ চাকের ভিতর মৌমাছি দেখতে পেল।
শীতকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিযায়ী পাখি দেখতে গিয়ে নাফিস সেখানে গাছের ডালে কিছু মৌমাছিও দেখতে পেল যারা বিশেষ ধরনের বাসায় বসবাস করে।
সহজাত আচরণ ও সামাজিক আচরণ প্রাণীর দুটি ভিন্ন ভিন্ন আচরণ।