৩.১৫ পোলারিটি ও পোলারায়ন
পোলারায়ন নির্ভর করে-
i. ক্যাটায়নের আধানের উপর
ii. অ্যানায়নের আকারের উপর
iii. ক্যাটায়ন এর আকারের উপর
নিচের কোনটি সঠিক?
ক্যাটায়নের আধান যত বেশি হবে, তত বেশি শক্তি দিয়ে এটি অ্যানায়নের ইলেকট্রন মেঘকে আকর্ষণ করবে। ফলে পোলারায়ন বেশি হবে।অ্যানায়নের আকার যত বড় হবে, তত সহজে ক্যাটায়ন এর আকর্ষণে এর ইলেকট্রন মেঘ বিকৃত হবে। ফলে পোলারায়ন বেশি হবে।ক্যাটায়নের আকার যত ছোট হবে, তত বেশি চার্জ ঘনত্ব হবে। ফলে এটি অ্যানায়নের ইলেকট্রন মেঘকে বেশি শক্তি দিয়ে আকর্ষণ করবে। অর্থাৎ, ক্যাটায়নের আকার ছোট হলে পোলারায়ন বেশি হবে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই