পুরুষ ও স্ত্রী প্রজননতন্ত্র ও এর হরমোনাল ক্রিয়া
পুরুষ হরমোন কোনটি?
পুরুষ প্রজননতন্ত্রের সাথে জড়িত হরমোন ও তাদের কাজ: পুরুষের শুক্রাশয়ের ইন্টারস্টিশিয়াল কোষসমূহ যে গুরুত্বপূর্ণ পুরুষ যৌন হরমোন নিঃসরণ করে তা হলো—
(i) টেস্টোস্টেরন (Testosterone): এ হরমোনের প্রভাবে শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পায় এবং পুরুষের যৌন লক্ষণসমূহ যেমন— গোঁফ, দাড়ি, গলার স্বর পরিবর্তন, ঘন লোমযুক্ত সুগঠিত পেশল দেহ প্রভৃতির প্রকাশ পায়। দেহে প্রোটিন সংশ্লেষণ ও মৌল বিপাকের হার বৃদ্ধি হয় এই হরমোনের প্রভাবে
(ii) ইস্ট্রোজেন (Oestrogen): শুক্রাশয়ের সার্টলি কোষ অল্প পরিমাণ ইস্ট্রোজেন হরমোন নিঃসরণ করে, যা শুক্রাণু তৈরিতে সাহায্য করে ।
(iii) গোনাডোকটিকয়েড হরমোন (Gonadocorticoid Hormone): ভ্রূণের যৌন বিভেদ নিয়ন্ত্রণ করে গৌণ যৌন বৈশিষ্ট্য, যৌনাঙ্গ, যৌন গ্রন্থির বিকাশ ঘটায় ।
(iv) ফলিকল স্টিমুলেটিং হরমোন (Folicle Stimulating Hormone): টেস্টোস্টেরনের ক্ষরণ ঘটায় ।
(v) লুটিওট্রফিক হরমোন (Luteotrophic Hormone): গৌণ যৌন অঙ্গের বিকাশ ঘটায় ।
(vi) অ্যান্ড্রোস্টেরন হরমোন (Androsteron Hormone) গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশ ও শুক্রাশয়কে উদ্ভুত করে। (vii) ইনহিবিন হরমোন ( Inhibin Hormone): সার্টলি কোষ নিঃসৃত ইনহিবিন হরমোন শুক্রাণু সৃষ্টি নিয়ন্ত্রণ করে ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই