সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ও লিমিটিং ফেক্টর
পানির সালোকবিভাজনের ফলে উৎপন্ন হয়-
i. অক্সিজেন
ii. ইলেকট্রন
iii. প্রোটন
নিচের কোনটি সঠিক?
পানির সালোকবিভাজন (Photolysis of water)
ফটোসিস্টেম-II (PS II) তে পাান অণুর বিভাজন ঘটে যার ফলে ইলেকট্রন ( ), প্রোটন ( ) এবং অক্সিজেন গ্যাস নির্গত হয়। PS II হতে ইলেক্সন বের হয়ে প্রাথমিক ইলেক্সনগ্রহীতায় চলে গেলে P680 আক্সডাইজ্ড হয় এবং প্রচঞ্চভাবে ইলেক্সোনেগেটিভ হয়। এর ফলে P680+ শক্তি প্রয়োগ করে পানি অণু ভেঙ্গে ইলেক্সন বের করে দিতে পারে। বায়োলজিতে সবচেয়ে শক্তিশালী অক্সিডেন্ট হলো একটি একজাইম সাব ইউনিট (water splitting enzyme) পানি ভাঙ্গনে সহায়তা করে। এছাড়া এবং আয়নও এতে সহায়তা করে। এটি থাইলাকয়েড মেমব্রেনে প্রকোষ্ঠের দিকে থাকে । এক অণু অক্সিজেন ত্যাগ করতে হলে দু’ অণু পানি বিশেষিত হতে হয় এতে চারটি ইলেকট্রন সৃষ্টি হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই