দ্রাবক নিষ্কাশনের ধারণা
পরীক্ষাগারে লবণ শনাক্তকরণে কোন ধরণের পরীক্ষণ পদ্ধতি ব্যবহৃত হয়?
যৌগের পৃথকীকরণে ও বিশুদ্ধকরণে কেলাসন, ঊর্ধ্বপাতন, পাতন, আংশিক পাতন, স্টিম পাতন ও দ্রাবক নিষ্কাশন প্রভৃতি ভৌত পদ্ধতির ভূমিকা। এছাড়া ক্রোমাটোগ্রাফি দ্বারা যৌগের পৃথকীকরণ, বিশোধন ও মাত্রিক পরিমাণ নির্ধারণ সম্ভব । এ সবই হলো গুণগত রসায়নের আওতাভুক্ত। আবার বিশুদ্ধ যৌগটি যেমন অজৈব যৌগ অথবা জৈব যৌগ কী কী উপাদান মৌল বা যৌগমূলক দ্বারা গঠিত এদের উপস্থিতি এবং পরিমাণ নির্ণয়ে যে পদ্ধতিগত রাসায়নিক প্রক্রিয়া অনুসরণ করা হয়, তাকে রাসায়নিক বিশ্লেষণ (Chemical analysis) বলা হয় । রাসায়নিক বিশ্লেষণ হলো ব্যবহারিক রসায়ন (Practical Chemistry)-এর অন্তর্ভুক্ত। রাসায়নিক বিশ্লেষণ প্রক্রিয়া দু’শ্রেণিভুক্ত । যেমন- (১) গুণগত বিশ্লেষণ (Qualitative analysis) ও (২) মাত্রিক বিশ্লেষণ (Quantitative analysis).
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই