ত্রুটি নির্ণয়
পরিমাপের সকল যন্ত্রে পিছট ত্রুটি থাকবে কিনা- ব্যাখ্যা কর।
নাট-স্ক্রু এর নীতির ওপর ভিত্তি করে যেসব যন্ত্র তৈরি সেসব যন্ত্রেই পিছট ত্রুটি দেখা যায়। নতুন অবস্থায় এ ত্রুটি তেমন থাকে না। কিন্তু দীর্ঘদিন ব্যবহারের ফলে স্ক্রু ক্ষয় হয়ে ঢিলা হয়ে পড়ে। ফলে স্ক্রুকে উভয় দিকে একই পরিমাণ ঘুরালে সমান সরণ হয় না। তখন যন্ত্রে পিছট ত্রুটি দেখা যায়।
কিন্তু সকল যন্ত্র নাট-স্ক্রু এর নীতির উপর ভিত্তি করে তৈরি না,
তাই সকল যন্ত্রে পিছট ত্রুটি দেখা যায় না।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
No related questions found