১.৪- পল বুঙ্গী, ডিজিটাল ব্যালান্স
পরিবেশ বান্ধব পদ্ধতি হলো-
ম্যাক্রো পদ্ধতি
সেমিমাইক্রো পদ্ধতি
মাইক্রো পদ্ধতি
নিচের কোনটি সঠিক ?
(১) ম্যাক্রো বিশ্লেষণে ব্যবহৃত —
(i) কঠিন নমুনা প্রায় 0.5 g থেকে 2.0 g এবং দ্রবণের আয়তন 20 mL থেকে 30 mL হয়।
(ii) এক্ষেত্রে ব্যবহৃত বিকারকের পরিমাণও বেশি হয়।
(iii) বিশ্লেষণ কাজের পর এ সব রাসায়নিক পদার্থের বর্জ্য পানি ও মাটিতে মিশে উভয় ক্ষেত্রে স্বাভাবিক pH মানের ক্ষতিকর পরিবর্তন ঘটায় এবং পানি ও মাটিকে প্রাণিকুলের জন্য বিষাক্ত করে তোলে।
(iv) এছাড়া এক্ষেত্রে ব্যবহৃত গ্যাসীয় বিকারক যেমন গ্যাস এবং কিপযন্ত্রে প্রস্তুত দুর্গন্ধ গ্যাস বায়ুতে মিশে বায়ুকে দূষিত করে। তাই ম্যাক্রো-বিশ্লেষণ পদ্ধতি হলো পরিবেশ দূষণের সহায়ক ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই