পড়ন্ত বস্তু
পড়ন্ত বস্তুর ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক নয়?
তত্ত্ব (Theory): যেকোনো বস্তুকে ওপর থেকে ছেড়ে দিলে অভিকর্ষের ক্রিয়ায় নিচের দিকে পড়ে। সাধারণ- ভাবে বস্তু যে উচ্চতা থেকে পড়ে তা পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় অত্যন্ত ক্ষুদ্র। এজন্য বস্তুর নিম্নমুখি গতির ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণের মান স্থির থাকে বলে ধরা যায়। অভিকর্ষের ক্রিয়ায় পতনশীল বস্তুর ওপর যদি বায়ুর বাধা না থাকে অর্থাৎ বস্তু যদি অবাধে পতনশীল হয়, তবে নিম্নোক্ত সহজ সূত্রগুলো ওই গতির ক্ষেত্রে প্রযোজ্য হয়।
স্থিরাবস্থা থেকে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে-
১. শূন্যস্থানে সকল বস্তুই সমান দ্রুততায় নিচে নামে।
২. কোনো নির্দিষ্ট সময়ে বস্তু যে বেগ লাভ করে তা ওই সময়ের সমানুপাতিক হয়।
৩. কোনো নির্দিষ্ট সময়ে বস্তু যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক হয়।
প্রথম সূত্র: একই উচ্চতায় স্থির অবস্থান থেকে বিনা বাধায় বিভিন্ন আকারের সকল পড়ন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই