ঘাসফড়িং এর প্রজনন প্রক্রিয়া ও রুপান্তর এবং পুঞ্জাক্ষীর গঠন ও দর্শন কৌশল
পঙ্গপাল নামধারী পতঙ্গটির দর্শন ইন্দ্রীয় হলো পুঞ্জাক্ষি। উজ্জ্বল আলোতে প্রাণীটি শুধুমাত্র উল্লম্ব আলোক রশ্মির মাধ্যমে দর্শন সম্পন্ন করে। মৃদু আলোতে প্রাণীটি দর্শন প্রক্রিয়া সম্পন্ন করতে উল্লম্ব ও তীর্যক দুই ধরনের আলোক রশ্মিই ব্যবহার করে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
স্ত্রী ঘাস ফড়িং এর বৈশিষ্ট্য কোনটি?
ঘাসফড়িং আমাদের একটি অতি পরিচিত পতঙ্গ। সকল সবুজ শস্যক্ষেত্রে এদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
A-পুঞ্জাক্ষির একক।
B-মাছের দেহে বিশেষ ধরণের বায়ুপূর্ণ থলি যা শ্বসন ও ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে।
শিক্ষক জীববিজ্ঞান ক্লাসে ঘাসফড়িঙের দর্শনেন্দ্রিয় আলোচনা করলেন। শিক্ষক আরও জানালেন যে, প্রাণীটির মুখোপাঙ্গগুলো চর্বন উপযোগী বা ম্যান্ডিবুলেট ধরনের।