মূত্র,বৃক্ক বিকল,ডায়ালাইসিস,বৃক্ক প্রতিস্থাপন , হরমোনাল ক্রিয়া
নেফ্রনের কোন অংশে আল্ট্রাফিল্ট্রেশন হয়?
গ্মোমেরুলাস (Glomerulus): বোম্যান্স ক্যাপসুলের অভ্যন্তরে অবস্থিত গ্লোমেরুলাস রক্তজালিকার একটি গুচ্ছ বিশেষ। পেশিযুক্ত একটি অন্তর্মুখী ধমনিকা (afferent arteriole) বৃক্ক ধমনি হতে উৎপন্ন হয়ে ক্যাপসুলের মধ্যে ০.৫ মি.মি. দৈর্ঘ্যবিশিষ্ট ৫০-৬০টি রক্তজালকে বিভক্ত হয়ে গ্লোমেরুলাস গঠন করে। এদের প্রত্যেকটি আবার বিভক্ত হয়ে বহু সূক্ষ রক্তজালকের সৃষ্টি করে। জালিকাস্থিত ছোট ছোট নালিকাগুলো পুনরায় মিলিত হয়ে একটি বহির্বাহী ধমনিকা (efferent arteriole) সৃষ্টি করে। বহির্বাহী ধমনিকা দীর্ঘ ও অপ্রশস্ত এবং ২৫ মাইক্রন ব্যাস সম্পন্ন। অন্তর্মুখী ধমনিকা (afferent arteriole) ছোট ও প্রশস্ত এবং ৫০ মাইক্রন ব্যাসবিশিষ্ট। এরূপ গঠনের ফলে উভয় নালিকা পরিসাবণের সহায়ক। বহির্বাহী ধমনিকার ব্যাস অন্তর্বাহী ধমনিকার চেয়ে কম হওয়ায় গ্লোমেরুলালে সর্বদা উচ্চ রক্তচাপ বজায় থাকে। রেনাল করপাসলে রক্তের আল্ট্রাফিলট্রেশন ঘটে এবং রক্ত থেকে রেচন বর্জ্য, পানি ও অন্যান্য দ্রব্য পরিস্রুত হয়ে গ্লোমেরুলাস ফিলট্রেট হিসেবে বোম্যান্স ক্যাপসুলে জমা হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই