হৃদপিন্ড,কপাটিকা এবং কার্ডিয়াক চক্র
নিম্নের কোন সংবহন মানুষে অনুপস্থিত?
অর্থাৎ হৃৎপিণ্ড ধমনি (artery), শিরা (vein) ও কৈশিক জালিকা (capillaries) এর মাধ্যমে সারাদেহে রক্ত সঞ্চালিত হয়। এসব বাহিকাসমূহের সহায়তার হৃৎপিণ্ডের মধ্য দিয়ে প্রধানত দুটি বর্তনী বা চক্রের মাধ্যমে রক্ত প্রবাহিত হয়। এর একটি হলো সিস্টেমিক (systemic) এবং অপরটি পালমোনারি (pulmonary)। মানবদেহে মোট চার প্রক্রিয়ায় রক্ত সংবহন সংঘটিত হয়। যথা— (i) সিস্টেমিক, (ii) পালমোনারি, (iii) হেপাটিক পোর্টাল এবং (iv) করোনারি সংবহন।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
বিভিন্ন কপাটিকা ও নোডের ক্রিয়ায় আমাদের হূৎপিণ্ড স্বয়ংক্রিয় এবং স্বতস্ফূর্তভাবে চলতে থাকে।
মানব হৃৎপিণ্ড একটি স্বয়ংক্রিয় পাম্প অঙ্গ যা একটি পর্যায়ক্রমিক চক্রের মাধ্যমে সমগ্র দেহে রক্ত সরবরাহ করে। ফুসফুস ঐ রক্ত পরিশোধনের একটি উল্লেখযোগ্য প্রকোষ্ঠ।
ধমনির বৈশিষ্ট্য হলো—
গহ্বরে কপাটিকা নেই
গহ্বর ছোটো
কৈশিক জালিকা থেকে উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?

চিত্রের অঙ্গটির কোন অংশে সুপিরিয়ার ভেনাকোভা থেকে আগত O2 বিহীন রক্ত জমা হয়?