জাবেদা
নিম্নের কোন ঘটনাটি জাবেদায় লিপিবদ্ধ করা অনুচিত?
জাবেদা লিপিবদ্ধ করা হয় ঐ সকল ঘরে যেগুলো লেনদেন। যে সকল ঘটনা লেনদেন নয় তা জাবেদায় লিপিবদ্ধ হয় না। কোন ঘটনাকে লেনদেন হতে হলে ৩টি বৈশিষ্ট্য বিবেচনা করতে হবে—
১। আর্থিক অবস্থার পরিবর্তন।
২। অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্যতা।
৩। কমপক্ষে দুইটি পক্ষ জড়িত ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
দৈনিক ক্রয় বইয়ে কোন ধরণের লেনদেন লেখা হয়?
পুরাতন আসবাবপত্র ধারে বিক্রয় হল ১০,০০০ টাকা, কোন বইতে লিপিবদ্ধ করা হবে?
কোনটি জাবেদার কাজ নহে?
সেপ্টেম্বর শেষ সপ্তাহে তন্বী বেতন হিসেবে উপার্জন করে ৪০০ টাকা যেটা সে অক্টোবরের ১লা তারিখে পাবে। সেপ্টেম্বরের ৩০ তারিখে তন্বীর নিয়োগকারীর বহিতে সমন্বিত জাবেদা হবে-