পরিফেরা ও নিডারিয়া
নিডারিয়া পর্বের প্রাণীর লার্ভা দশার নাম কি?
নিডারিয়া পর্বের প্রাণীতে প্লানুলা লার্ভা দশা দেখা যায়।
ক্যাটারপিলার → মোট পাঁচটি লার্ভা ধাপ সম্পন্ন করে পরিণত প্রাণী হয়।
পর্ব | লার্ভা |
|---|---|
Porifera | অ্যাম্ফিব্লাস্টুলা বা প্যারেনকাইমুলা |
Cnidaria | প্লানুলা |
Platyhelminthes | রেডিয়া,সারকারিয়া,স্পোরোসিস্ট, সিস্টিসারকাস ইত্যাদি। |
Nematoda | র্যাবডিটিফর্ম বা মাইক্রোফাইলেরিয়া |
Mollusca | ট্রকোফোর বা ভেলিজার বা গ্লচিডিয়াম |
Annelida | ট্রোকোফোর |
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
চলন অঙ্গ হলো-
i. প্যারাপোডিয়া ও পাখনা
ii. পশ্চাৎপদ ও নেফ্রিডিয়া
iii. সিটা ও টিউবফিট
নিচের কোনটি সঠিক?
দ্বিস্তরী প্রাণীরা রেচন ও শ্বসন সম্পন্ন করে নিচের কোনটির সাহায্যে?
পরিফেরা পর্বে-
মেসোগ্লিয়া থাকে
অস্টিয়া থাকে
অসক্যুলাম থাকে
নিচের কোনটি সঠিক?
প্রবাল দ্বীপ আমাদের পরিচিত, এই দ্বীপটি তৈরি করে নির্দিষ্ট পর্বের সদস্য। আবার সিলোমের ভিত্তিতেও প্রাণিজগতের শ্রেণিবিন্যাস করা হয়েছে।