ক্রোমোজোম,নিউক্লিক এসিড, DNA ও RNA
নিচের কোনটির গঠন ক্লোভার আকৃতির?
ট্রান্সফার RNA বা IRNA (Transfer RNA): যেসব RNA জেনেটিক কোড অনুযায়ী একেকটি অ্যামিনো অ্যাসিডকে mRNA অণুতে স্থানান্তর করে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে সেগুলোকে ট্রান্সফার RNA বলে। প্রতিটি কোষে প্রায় ৩১-৪২ ধরনের tRNA থাকে। নিউক্লিয়াসের ভেতরে tRNA সৃষ্টি হয়। প্রতিটি (RNA-তে মোটামুটি ৭৫ থেকে ৯০টি নিউক্লিওটাইড অণু থাকে। কোষের প্রায় ১৫ ভাগ RNA-ই tRNA । এটি সবচেয়ে ক্ষুদ্রাকার RNA এবং ওজন প্রায় ২৫০০০ ডাল্টন। বিজ্ঞানী R. Holley এবং তার সহকর্মীরা RNA-এর গঠনের ক্লোভার লিফ (Clover leaf) মডেল প্রণয়ন করেন। এ মডেল অনুযায়ী tRNA-তে পাঁচটি বাহু ও চারটি ফাঁস থাকে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই

কোষের ৮০-৯০% RNA হলো-
এক রিং বিশিষ্ট নাইট্রোজেনযুক্ত ক্ষারকসমূহ হলো-
i. অ্যাডেনিন
ii. থাইমিন
iii. সাইটোসিন
নিচের কোনটি সঠিক?
ক্রোমোসোমে প্যাঁচানো সিঁড়ির মতো এক এবং দ্বিসূত্রক ধরনের বংশগতি বস্তু রয়েছে যা প্রায় সকল জৈবিক কাজের নিয়ন্ত্রক। এছাড়া জীবকোষে এক সূত্রক একটি বস্তু রয়েছে যা প্রোটিন উৎপাদনে সহায়তা করে।