অবাত শ্বসন
নিচের কোনটিতে অবাত শ্বসন ঘটে?
যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষস্থ জটিল জৈবযৌগ জারিত হয়,ফলে জৈবযৌগে সঞ্চিত স্থিতিশক্তি রূপান্তরিত হয়ে রাসায়নিক গতিশক্তি তে পরিণত হয়,তাকে শ্বসন বলে।
যে শ্বসন প্রক্রিয়া মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় না তাকে অবাত শ্বসন বলে।
হতে হইড্রোজেন গ্রহণ করে ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়। ল্যাকটিক অ্যাসিড সৃষ্টিকালে কোনো
উৎপন্ন হয় না। উচ্চশ্রেণির উদ্ভিদে ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি ইয় না। কতিপয় ব্যাক্টেরিয়া ও প্রাণীতে, বিশেষ করে পেশিতে, ল্যাকটিক অ্যাসিড অধিক উৎপন্ন হয়। অবাত শ্বসন অধিকাংশ আপুবীক্ষণিক জীবেরই শক্তি উৎপাদনের একমাত্র প্রক্রিয়া।১। সাধারণত বিভিন্ন ব্যাকটেরিয়া (যেমন-Nitrobacter) ও কিছু ছত্রাক (ইস্ট) ইত্যাদি এককোষী জীবে অবাত শ্বসন ঘটে।
২। বিশেষ অবস্থায় প্রাণীর পেশিকোষেও অবাত শ্বসন ঘটতে পারে। এছাড়াও অবায়ুজীবী পরজীবী প্রাণীরেও
Monocystis নামক আদ্যপ্রাণী, Ascaris নামক কৃমি ইত্যাদি) অবাত শ্বসন ঘটে।
৩.। অক্সিজেনের অনুপস্থিতিতে কিছু'উচ্চতর উদ্ভিদে বা উদ্ভিদাংশে অস্থায়ীভাবে অবাত শ্বসন ঘটতে পারে, যেমন- কিছু বন্যা-সহিষ্ণু উদ্ভিদ, গাজরের। মূল, আলুর টিউবার, গুদামে সংরক্ষিত। বীজ ইত্যাদি
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই